বাগেরহাটে মজুতের দায়ে চালকল মালিকের লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০২ জুন ২০২২

বাগেরহাটে মজুতের দায়ে এক চালকল মালিককে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে শহরের বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়ে এ আদেশ দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।

তিনি বলেন, চালের বাজার অস্থির করার জন্য একটি গ্রুপ চাল মজুত করছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে বাগেরহাটের বিভিন্ন মিলে অভিযানে যাই। বিসিক শিল্প নগরীতে বরকত রাইস মিলে তিনমাস ধরে চাল উৎপাদন করলেও খুচরা বাজারে পাঠানোর কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এ কারণে মিল মালিক মধু ধামকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।