লক্ষ্মীপুরে পিকআপচাপায় বাইসাইকেল আরোহী নিহত, আহত ৭
লক্ষ্মীপুরে দ্রুতগতির পিকআপভ্যানের চাপায় বাইসাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবু তাহের (৫৮)। এসময় পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে গেলে আরও সাতজন আহত হন।
শুক্রবার (৩ জুন) বেলা ১১টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের জামিরতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাহের সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর হাসন্দি গ্রামের মশিউর রহমানের ছেলে।
আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে হৃদয় হোসেন, অলি উল্যাহ ও সুজন মিয়া এ তিনজনের নাম জানা গেছে। তারা সবাই পিকআপভ্যানের শ্রমিক বলে জানা গেছে। হতাহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ি থেকে সাইকেল নিয়ে আবু তাহের উত্তর হামছাদী ইউনিয়নের কালি বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির পিকআপটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি রাস্তার পাশে উল্টে যায় এবং বাইসাইকেল আরোহী আবু তাহেরসহ পিকআপের আট শ্রমিক আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক আবু তাহেরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অলি উল্যাহসহ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনায় একজন মারা গেছেন। আহতদের কারও কারও অবস্থা আশঙ্কাজনক।
কাজল কায়েস/এমকেআর