গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ১৩ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১০:০২ পিএম, ০৩ জুন ২০২২
ফাইল ছবি

গাইবান্ধায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তসহ ১৭ জনকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৩ জুন) জেলার বিভিন্ন কেন্দ্রে অভিযান চালিয়ে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলী বলেন, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি ও গাইবান্ধা সদরের ২৩ কেন্দ্র প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলেন ১৪ হাজার ৪৯৩ জন। এরমধ্য ১১ হাজার ৩৩৮ জন উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৭ জনকে বহিষ্কার করা হয়। এর মধ্যে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। একজনকে ২৫ দিন ও বাকিদের সাতদিন করে কারাদণ্ড দেওয়া হয়।

জাহিদ খন্দকার/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।