চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১১:৪০ এএম, ০৪ জুন ২০২২
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলম হোসেন (৩৬) নামে এক ফার্মেসি মালিককে পিটিয়ে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩ জুন) রাত ১১টায় উপজেলার ছত্রাজিতপুর বাজারের সোনার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আলম হোসেন ছত্রাজিতপুর বাজারের ফুলতলার প্রিয়তা ফার্মেসির মালিক।

আলম হোসেন বলেন, গতকাল (শুক্রবার) রাতে ছাত্রাজিতপুর বাজার থেকে বাড়িতে যাচ্ছিলাম। সোনার পাড়া মোড়ে পৌঁছালে হঠাৎ তিন থেকে চারজন আমার পথরোধ করে হাতে থাকা মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ধস্তাধস্তি হলে মোবাইলটি ভেঙে যায়। পরে পেছন থেকে একজন রড দিয়ে মাথায় আঘাত করলে আমি মাটিতে পড়ে যাই। তখন আমার কাছে থাকা ৮০ হাজার টাকা নিয়ে তারা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এলাকাবাসী আমাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। আমার মাথায় সাতটি সেলাই লেগেছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ বলেন, ছিনতাইয়ের ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সোহান মাহমুদ/আরএডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।