কুড়িগ্রামে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ পেলেন পাঁচ শতাধিক রোগী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ০৪ জুন ২০২২
বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় রোগীদের

স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডু সামথিং ফাউন্ডেশনের’ উদ্যোগে কুড়িগ্রামের উলিপুরে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সেখানে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়।

শনিবার (৪ জুন) দুপুরে উলিপুরের খামার ঢেকিয়ারাম বটতলী সরকারি প্রাথমিক স্কুল মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘ডু সামথিং ফাউন্ডেশনের’ সভাপতি ডা. নাজমুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চিকিৎসা নিতে আসা আমিনা বেওয়া বলেন, টাকার অভাবে ৬০ বছরের জীবনে কোনোদিন এমবিবিএস চিকিৎসক দেখাতে পারিনি। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসক দেখিয়ে ওষুধ পেলাম। আমাদের গ্রামে এরকম মেডিকেল ক্যাম্প আরও চাই।

jagonews24

ডু সামথিং ফাউন্ডেশনের সভাপতি ডা. নাজমুল ইসলাম বলেন, আমরা সারাদেশে গরীব রোগীদের কষ্ট লাঘবে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকি। এটি আমাদের ৫৩তম মেডিকেল ক্যাম্প। ক্যাম্পে যারা জটিল রোগ নিয়ে আসেন তাদের ফলোআপ চিকিৎসাও দিয়ে থাকি।

পান্ডুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, চিকিৎসকদের এ উদ্যোগে অনেক গরীব মানুষ উপকৃত হচ্ছে। আশা করি এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

মাসুদ রানা/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।