নানাবাড়ি বেড়াতে যাওয়া কিশোরের মরদেহ মিললো পুকুরে
নোয়াখালীর বেগমগঞ্জে নানাবাড়ি বেড়াতে আসা শুভ সাহা (১৩) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোন্দার বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শুভ সাহা কুমিল্লার লাকসাম উপজেলার দৌলতগঞ্জ গ্রামের দিলিপ সাহার ছেলে। সে দৌলতগঞ্জের একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। পরিবারের দাবি, মোবাইল ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে কুমিল্লার লাকসাম থেকে বেগমগঞ্জের নানাবাড়ি বেড়াতে আসে শুভ সাহা। শুক্রবার রাত ৮টার দিকে ওই বাড়ি থেকে পার্শ্ববর্তী আরেক আত্মীয়র বাড়িতে যায় শুভ। রাত সাড়ে ৯টার দিকে ওই বাড়ি থেকে নানাবাড়ির উদ্দেশ্যে বের হয় সে। কিন্তু রাত গিয়ে সকাল হলেও তার কোনো সন্ধান পায়নি স্বজনরা।
শনিবার দুপুরে মোন্দার বাড়ি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে থানায় জানান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করলে সেটি শুভ সাহার বলে শনাক্ত করেন তার স্বজনরা।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদনের পর মৃত্যুর কারণ জানা যাবে।
ইকবাল হোসেন মজনু/এসজে/জেআইএম