রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৩১ কেজি তারসহ দুই চোর গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৭:০১ পিএম, ০৬ জুন ২০২২
গ্রেফতার দুই চোর ও উদ্ধার হওয়া তার

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৩১ কেজি বৈদ্যুতিক কপার ক্যাবলসহ দুই চোরকে গ্রেফতার করেছেন র‌্যাব-৬ এর সদস্যরা। সোমবার (৬ জুন) দুপুরে রামপাল থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- বাগেরহাট সদর উপজেলার ভট্টবালিয়াঘাট এলাকার মোজাফফর ফকিরের ছেলে আ. কাদের (২৮) ও একই এলাকার সেকেন্দার ফকিরের ছেলে মো. কামরুল ইসলাম (৩০)।

র‌্যাব জানায়, চুরির ঘটনায় খুলনা র‌্যাব-৬ এর কাছে একটি অভিযোগ দেন তাপবিদ্যুৎ কেন্দ্রের গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ প্রবীর বেরা। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৮টার দিকে রামপাল উপজেলার রনসেন গ্রামে অভিযান পরিচালন করা হয়।

jagonews24

এ সময় ওই এলাকা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৩১ কেজি বৈদ্যুতিক কপার ক্যাবলসহ দুই চোরকে গ্রেফতার করে র‌্যাব-৬ এর একটি দল। এছাড়া একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেফতারদের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুউদ্দীন বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ প্রবীর বেরা চুরির ঘটনায় সোমবার বিকেলে থানায় একটি মামলা করেছেন। র‌্যাবের হাতে আটক মামলার আসামি কাদের ও কামরুলকে মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।