অতিরিক্ত ধান মজুত: মিল মালিককে দুই লাখ টাকা জরিমানা
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত ধান মজুতের দায়ে এক মিল মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ জুন) বিকেলে খাদ্য দপ্তরের জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার আতাহার এলাকায় মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন শরিফ।
চাঁপাইনবাবগঞ্জের জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, অবৈধভাবে ধান মজুতের দায়ে মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামী ৭ দিনের মধ্যে অবৈধ মজুতকৃত ধান বিক্রির নির্শেদ দেওয়া হয়েছে।
সোহান মাহমুদ/এফএ/জেআইএম