নাটোরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নাটোরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুন) ভোরে লালপুর উপজেলার কদমচিলান ইউনিয়নের ক্লিকের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইল সদরের বিল গারিন্দা গ্রামের মো. রমজান আলীর ছেলে পিকআপ চালক আপন মিয়া ও হেলপার বাশাইল পশ্চিমপাড়া গ্রামের মঞ্জুর ছেলে মোয়াজ্জেম হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে নাটোর-পাবনা মহাসড়কের ক্লিকের মোড় এলাকায় পঞ্চগড় থেকে বরিশালগামী গোল্ডেন লাইন বাস ও পাবনা থেকে টাঙ্গাইলগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে বনপাড়ার দুটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন চালক আপনের মৃত্যু হয়। অপরদিকে, আহত হেলপারকে উন্নত চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন তারও মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
রেজাউল করিম রেজা/এমআরআর/এএসএম