দিনে ৩০০ টাকার খাবার খায় আড়াই মণের ‘লালবাবু’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১২:১৪ পিএম, ০৮ জুন ২০২২
কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে তোলা হবে তোতাপুরি জাতের ছাগলটি

সাদা ও হালকা লালচে রঙের তোতাপুরি জাতের বিরাট ছাগলটির নাম ‘লালবাবু’। ওজন প্রায় ১০৫ কেজি (আড়াই মণের বেশি)। ছাগলটি লালন-পালন করছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার ইউসুফ আলী। লালবাবুকে দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ।

১৫ দিন আগে চৌডলা এলাকা থেকে ৭০ হাজার টাকায় লালবাবুকে কিনেছেন ইউসুফ আলী। তখন থেকেই দিনে ৩০০ টাকার খাবার খাওয়ানো হচ্ছে তাকে। এখন বিক্রি করলে লাখ টাকা পাবেন বলে আশা ইউসুফের।

jagonews24

ছাগল পালতে পছন্দ করেন ইউসুফ আলী। শখের বসে গত ১০ বছর ধরে ছাগল পালন করছেন। ১৫ দিন আগে লালবাবুকে কিনে এনেছেন। লালবাবু কলা, মুড়ি, কাঁঠাল পাতা, গম, ডালের গুঁড়াসহ দিনে প্রায় ৩০০ টাকার খাবার খায়।

ইউসুফ আলী জাগো নিউজকে বলেন, ‘গরমে থাকতে পারে না লালবাবু। তাই তার থাকার ঘরে ফ্যান লাগিয়েছি। ছাগলটি এখন বিক্রি করলে লাখ টাকা পাবো বলে আশা করছি।’

jagonews24

শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্রী রনজিৎ চন্দ্র সিংহ বলেন, জেলায় ১১০ কেজির আরও একটি ছাগল রয়েছে। লালবাবু জেলার দ্বিতীয় বড় ছাগল। গতবছর জেলায় সর্বোচ্চ ৯০ কেজি ওজনের একটি ছাগলের দেখা মিলেছিল। দিন দিন এখানকার মানুষের বড় ছাগল পালনের চাহিদা বাড়ছে।

সোহান মাহমুদ/এসআর/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।