বিয়ের ২ মাস পর জানা গেলো স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০৮ জুন ২০২২

পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের দুই মাস পর এক তরুণীর সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় মঙ্গলবার (৭ জুন) রাতে ইয়াসিন হাওলাদার (৫০) নামের এক মুদি দোকানির বিরুদ্ধে কলাপাড়া থানায় ধর্ষণ মামলা করেছেন তরুণীর মা।

মামলা সূত্রে জান যায়, ওই তরুণীর মা-বাবা প্রতিদিন গভীর রাতে নদীতে মাছ শিকারে যান। এ সুযোগে মুদি দোকানি ইয়াসিন তাদের ঘরে প্রবেশ করে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেন। ধর্ষণের ঘটনা কাউকে বললে তাকে মেরে ফেলারও হুমকি দেন।

এদিকে গত দুই মাস আগে অন্য জায়গায় তরুণীর বিয়ে হয়। গত ৪ জুন তার শারীরিক পরিবর্তনের বিষয়টি স্বামীর পরিবারের সদস্যদের নজরে আসে।

ভুক্তভোগী তরুণীর মা বলেন, ‘আমার জামাই এখন মেয়েকে আশ্বাস দিয়েছে যে তোমার ভয় নেই দেখ কী সমাধান হয়। তোমাকে আমি রাখবো ছাড়বো না। তবে তার শ্বশুরবাড়ির লোকজন দুই থেকে আড়াই লাখ টাকা দাবি করেছে। টাকা না দিলে রাখবে না এমনও কিছু বলছে না। তারা আপাতত কি হয় তা দেখবে।’

লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিশ্বাস জাগো নিউজকে বলেন, ‘পরশু আমি ওই মেয়ের মায়ের কাছে জানতে পারি যে, তার মেয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা। পরে তার মা আমাকে বিষয়টি সমাধানের জন্য বললে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।’

তিনি আরও বলেন, জেনেছি তার গত দুই মাস আগে বিয়ে হয়েছে। তবে অভিযোগ কতটা সত্যি তা জানি না।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জাগো নিউজকে বলেন, ‘ভুক্তভোগী তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আসাদুজ্জামান মিরাজ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।