রাঙ্গাবালীতে নিখোঁজের ৩ দিন পর ব্যবসায়ী উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ০৮ জুন ২০২২
স্বপন ফকির

নিখোঁজের তিনদিন পর পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ব্যবসায়ী স্বপন ফকিরকে (৩২) উদ্ধার করেছে জেলেরা। মঙ্গলবার (৭ জুন) রাতে গলাচিপা উপজেলার গোলখালী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

এর আগে গত রোববার রাতে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা গ্রামের ব্যবসায়ী স্বপন নিখোঁজ হন।

পরিবার সূত্র জানায়, অপহরণের পর পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। এ ঘটনায় নিখোঁজের পরদিন সোমবার সকালে রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ব্যবসায়ী স্বপনের বোন জামাই ইদ্রিস মুন্সি বলেন, গোলখালীর ঠোডায় হাত-পা, চোখ ও মুখ স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় রাস্তায় ফেলে যায় স্বপনকে। স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে স্বজনদের খবর দেন। পরে তাকে গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়।

রাঙ্গাবালী থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বলেন, বিষয়টি আমরা তদন্ত করছি। তাকে পাওয়া গেছে। এখন আমাদের তদন্তে সুবিধা হবে।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।