কুষ্টিয়ায় বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ০৮ জুন ২০২২
গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেছে শ্রমিকরা

কুষ্টিয়ার দৌলতপুরে সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে আকিজ বিড়ি ফ্যাক্টরির শ্রমিকরা। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

বুধবার (৮ জুন) দুপর ১২টার দিকে উপজেলার হোসেনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

শ্রমিক নেতা আবুল কালাম জানান, ফ্যাক্টরির ম্যানেজার রাসুল উদ্দিন পলাশ দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অসম্পূর্ণ ব্যান্ডরোল ব্যবহার করতে শ্রমিকদের বাধ্য করে আসছিলেন। ইতোপূর্বে যেসব শ্রমিক অর্ধেক সাইজ ব্যান্ডরোল ব্যবহারে রাজি হননি তাদের কাজ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া যারা কাজ করছিলেন তাদের বিভিন্ন অজুহাতে টর্চার সেলে নিয়ে নির্যাতন চালানো হয়।

jagonews24

এ বিষয়ে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ কুষ্টিয়ার সহকারী রাজস্ব কর্মকর্তা সার্কেল-২ এর বি এম সাজ্জাদুল হক বলেন, আকিজ বিড়ির ফ্যাক্টরিতে ব্যান্ডরোল জালিয়াতির সংবাদ পেয়েছি। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান জানান, শ্রমিকরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে আগুন জালিয়ে কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ফ্যাক্টরি ম্যানেজার রাসুল উদ্দিন পলাশের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবারই তিনি কল কেটে দেওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এমনকি মোবাইলে খুদেবার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

আল মামুন সাগর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।