ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ০৯ জুন ২০২২

যশোরের ঘোপ নওয়াপাড়া রোডে অবস্থিত পিয়ারলেস হাসপাতাল থেকে হাবিবুর রহমান নামের এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুর পৌনে ১টার দিকে অভিযান পরিচালনা করে তাকে এ সাজা দেওয়া হয়।

আটক হাবিবুর রহমানের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায়।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ২৬৫/এ, ঘোপ নওয়াপাড়া রোডে অবস্থিত পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাবিবুর রহমানকে রোগীদের চিকিৎসা দেওয়া অবস্থায় পাওয়া যায়। তাকে ডাক্তারি ডিগ্রির সনদ দেখাতে বলা হলে তিনি ব্যর্থ হন।

সূত্র আরও জানায়, ডিগ্রিধারী এবং বিএমডিসি সনদপ্রাপ্ত না হয়েও নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে আসছিলেন হাবিবুর রহমান। তিনি বড় অংকের ফি নিয়ে রোগীদের ভুল চিকিৎসা দেন বলেও অভিযোগ রয়েছে। রোগীদের সঙ্গে প্রতারণা করায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল পিয়ারলেস হাসপাতালে একজন ভুয়া চিকিৎসক চিকিৎসা দিচ্ছেন। বিষয়টি খোঁজখবর নিয়ে সত্যতা পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়।

মিলন রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।