নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ফাইল ছবি
নেত্রকোনা সদরের বাংলা এলাকায় ট্রেনে কাটা পড়ে সুরাইয়া আক্তার (৪০) নামের এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (১০ জুন) সন্ধ্যার দিকে সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের বাংলা পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া একই ইউনিয়নের শিমুলজানি গ্রামের আবুল কাসেমের স্ত্রী।
স্থানীয়রা জানান, সুরাইয়া কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার চার সন্তান রয়েছে। দুপুরে পাশের গ্রামে বাবার বাড়ি যাওয়ার জন্য বের হন। পরে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এইচ এম কামাল/এসআর/এএসএম