পাবনা মানসিক হাসপাতালে ফাঁস নিলেন রোগী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৮:২২ এএম, ১১ জুন ২০২২
পাবনা মানসিক হাসপাতাল

পাবনার হেমায়েতপুরে অবস্থিত মানসিক হাসপাতালে জহুরুল হক (৪৪) নামের এক মানসিক রোগী আত্মহত্যা করেছেন। শুক্রবার (১০ জুন) সকালে ফাঁস নেন তিনি।

জহুরুল চাপাইনবাবগঞ্জ জেলার আড়াইপুর গ্রামের এহসান আলীর ছেলে। হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. রতন কুমায় রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আঞ্জুমানী ফেরদৌস জানান, জহুরুলকে এ বছরের ২ মে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তিনি হাসপাতালের জানালার সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। এ সময় সেখানে দুইজন নার্স ও একজন ওয়ার্ডবয় কর্মরত ছিলেন।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত পরিচালক রতন কুমার রায়ের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সময় তিনি পাবনার চাটমোহরে ছিলেন। তবে হাসপাতাল থেকে ফোনে তাকে বিষয়টি জানানো হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জহুরুলের মরদেহ ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পাবনা সদর থানায় একটি অপমৃত মামলা করা হয়েছে।

আমিন ইসলাম জুয়েল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।