মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের পরদিন সুমন খা (৩০) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের হাউদের ভারানী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুমন কলাপড়া পৌর শহরের বাদুরতলী স্লুইজ এলাকার শহিদুল খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে উপজেলার মিঠাগঞ্জের আলীগঞ্জে শ্বশুর বাড়ি বেড়াতে আসেন সুমন। শুক্রবার সকাল ৯টায় জাল নিয়ে পাশের ভারানী নদীতে মাছ শিকারের যান তিনি। এর পর থেকে আর বাড়ি ফিরে আসেনি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/এএসএম