পটুয়াখালীতে হেরোইন-ইয়াবাসহ নারী কারবারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১১ জুন ২০২২
মাদকসহ পুলিশের হাতে আটক অনামিকা তালুকদার

পটুয়াখালীতে হেরোইন-ইয়াবাসহ অনামিকা তালুকদার (৪৫) নামের এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১১ জুন) দুপুরে শহরের নবাবপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার হীরা তালুকদারের স্ত্রী।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা, ৬ গ্রাম হেরোইন, নগদ এক লাখ ১১ হাজার ১১৭ টাকা ও চারটি মোবাইলসহ অনামিকা তালুকদারকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।