মোংলায় ড্রেজারের হাউস বোট উল্টে নিরাপত্তাকর্মী নিখোঁজ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১২ জুন ২০২২
ক্যানেলের বাইরে উল্টে রয়েছে বোটটি

বাগেরহাটের মোংলায় হাউস বোট উল্টে খাজা মঈন উদ্দিন নামের এক নিরাপত্তা কর্মী নিখোঁজ হয়েছেন। রোববার (১২ জুন) দুপুরে বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক ক্যানেলের উলুবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিএর উপ-সহকারী প্রকৌশলী (ড্রেজার বিভাগ) মো. আনিসুজ্জামান জানান, দুপুরে ক্যানেলটিতে খনন কাজে নিয়োজিত কনফিডেন্স গ্রুপের দ্বিতল একটি হাউস বোট উলুবুনিয়া এলাকায় অবস্থান করছিলো। ওই ক্যানেল দিয়ে দ্রুত গতিতে পর পর যাওয়া দুইটি ওয়েল ট্যাংকারের গেলে ঢেউয়ে হাউস বোটটি উল্টে যায়। বোটে থাকা ১৫-১৬ স্টাফ তাৎক্ষণিক বেরিয়ে নদীতে লাফিয়ে পড়েন। পরে তারা সাঁতরে কুলে উঠে প্রাণে রক্ষা পান। কিন্তু সিকিউরিটি গার্ড খাজা মঈন উদ্দিন বের হয়েও মোবাইলের জন্য পরে আবার ভেতরে প্রবেশ করেন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

আনিসুজ্জামান আরও বলেন, নিখোঁজ সিকিউরিটি গার্ড মঈন উদ্দিনের সন্ধানে ফায়ার সার্ভিসের সদস্যরা দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। এছাড়া খুলনা ফায়ার সার্ভিসের ডুবরি দলও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

তিনি আরও বলেন, হাউস বোট উল্টে মূল ক্যানেলের বাইরে আংশিক ডুবন্ত অবস্থায় রয়েছে। তবে নৌচলাচলে কোনো ধরনের সমস্যা হচ্ছে না।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।