গাইবান্ধায় আ’লীগের সম্মেলনে হামলা, দেড় শতাধিক ব্যক্তির নামে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ১২ জুন ২০২২
সম্মেলনস্থলে পড়ে আছে ক্ষতিগ্রস্ত চেয়ার

গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সম্মেলনে হামলা-ভাঙচুরের ঘটনায় আটজনের নাম উল্লেখ করে দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর এজাহার নামীয় চার আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ জুন) বিকেলে মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান।

শনিবার রাতে নবগঠিত পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ হাসান শাওন বাদী হয়ে মামলাটি করেন। গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গাইবান্ধা শহীদ মিনারে পৌর আওয়ামী লীগের সম্মেলনের মাইক বাজানোকে কেন্দ্র করে সম্মেলন স্থলে ভাঙচুর চালায় কিছু উৎসুক জনতা। তারা চেয়ার, টেবিল, ব্যানার, ফেস্টুনসহ লন্ডভন্ড করে দেন।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।