ঝিনাইদহ পৌরসভা নির্বাচন স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১২ জুন ২০২২

আইনি জটিলতায় অনুষ্ঠিতব্য ঝিনাইদহ পৌরসভার ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১২ জুন) সন্ধ্যায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. অলিউল ইসলাম।

তিনি বলেন, ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি চিঠি হাতে পেয়েছি। সেখানে ১৫ জুন (বুধবার) ঝিনাইদহ পৌরসভা নির্বাচন স্থগিতের নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এক আদেশে হাইকোর্ট এক মাসের জন্য নির্বাচন স্থগিত করেছেন। হাইকোর্টের আদেশে পরবর্তীকালে আইনগত জটিলতা পরিহারের জন্য ঝিনাইদহ পৌরসভার নির্বাচন স্থগিত রাখার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে ইসি। উপর্যুক্ত সিদ্ধান্ত অনুযায়ী পদ্ধতিগতভাবে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হল।

এর আগে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রার্থিতা বাতিল করে ইসি।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।