অটোরিকশায় গৃহবধূর গলায় ছুরি ধরে স্বর্ণালঙ্কার-টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:২৫ এএম, ১৩ জুন ২০২২
ভুক্তভোগী গৃহবধূ অপূর্ণা রাণী নাথ/ছবি: জাগো নিউজ

বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফিরছিলেন অপূর্ণা রাণী নাথ। সঙ্গে ছিল ভাইয়ের দেওয়া ৯৫ হাজার টাকা। কাছে ছিল প্রায় ছয় লাখ টাকার স্বর্ণের গহনা। হাতে ছিল দামি মোবাইল ফোন। সন্ধ্যার কিছু সময় পর সিএনজিচালিত একটি অটোরিকশায় করে রওনা করেন তিনি। ওই অটোরিকশায় যাত্রীবেশে ওঠেন আরও দুই যাত্রী। পথে ফাঁকা মাঠে অটোরিকশা থামিয়ে অপূর্ণার গলায় ধারালো অস্ত্র ধরে সব ছিনিয়ে নেয় ওই দুই যাত্রী ও চালক।

রোববার (১২ ‍জুন) রাত ৮টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার খিলবাইছা এলাকায় লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের সময় অপূর্ণা রাণীকে মারধরও করে ছিনতাইকারীরা।

ছিনতাই ও মারধরের শিকার অপূর্ণা রাণী লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার ব্যবসায়ী রবি রায় নাথের স্ত্রী। ঘটনার পর অপূর্ণার স্বামী রবি লক্ষ্মীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

jagonews24

অভিযোগে রবি রায় নাথ উল্লেখ করেছেন, তার বাবার বাড়ি সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কালিবাজার এলাকায়। রোববার বিকেলে তিনি ওই এলাকায় একটি বিয়ের দাওয়াতে যান। দাওয়াত শেষে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যান। ফেরার পথে তার ভাই হৃদয় দেবনাথ তাকে ৯৫ হাজার টাকা দেন। পরে তিনি কালিবাজার থেকে নিজবাড়ি লক্ষ্মীপুরের উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। ওই অটোরিকশায় আরও দুজন যাত্রী ছিলেন।

অটোরিকশাটি খিলবাইছার নান্টু মিয়ার ইটভাটা এলাকায় পৌঁছালে থামানো হয়। এসময় পাশের একজন যাত্রী প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার নাম করে অটোরিকশা থেকে নামেন। সেখান থেকে ফিরেই অপূর্ণার গলায় ছুরি ধরেন ওই যাত্রী। এসময় অটোরিকশায় বসে থাকা আরেক যাত্রীও তার সঙ্গে যোগ দেন। তারা জোর করে অপূর্ণাকে পাশের একটি নির্জন জায়গায় নিয়ে যান।

অপূর্ণা চিৎকার করার চেষ্টা করলে তার মুখের মধ্যে লাঠি ঢুকিয়ে দেওয়া হয়। একপর্যায়ে তার কাছে থাকা ৯৫ হাজার টাকা, আট ভরি স্বর্ণালঙ্কার (প্রায় ছয় লাখ টাকা দাম) ও একটি দামি মোবাইল ছিনিয়ে নেন তারা। পরে তাকে ফেলে রেখেই সিএনজিচালক ও দুই যাত্রী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। চালক ও ওই দুই যাত্রীকে অপূর্ণা চেনেন না।

অপূর্ণার ভাই হৃদয় দেবনাথ বলেন, ‘দিদির সঙ্গে আমারও ওদের বাসায় যাওয়ার কথা ছিল। কাজের চাপ থাকায় যেতে পারিনি। আমরা ছিনতাইকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

জানতে চাইলে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। থানার দুজন কর্মকর্তা ঘটনাটি তদন্ত করছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হবে।’

কাজল কায়েস/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।