মলম পার্টির খপ্পরে ৩ লাখ টাকা খোয়ালেন যুবক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ১৩ জুন ২০২২
হাসপাতালের বেডে ভুক্তভোগী রাজু আহমেদ

পাবনার ঈশ্বরদীতে মলম পার্টির খপ্পরে ৩ লাখ টাকা খুইয়েছেন রাজু আহমেদ (২৮) নামে এক যুবক। অচেতন করে তার কাছে থাকা ব্যাগ থেকে তিন লাখ টাকা নিয়ে যান মলম পার্টির সদস্যরা।

সোমবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টায় পৌর শহরের শেরশাহ রোডের ফকিরের বটতলার লংকা মসল্লা মিলের পাশে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। রাজু আহমেদ শহরের শেরশাহ রোডের পারভেজ আলমের ছেলে। তিনি ঈশ্বরদী বাজারে পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ‘আমব্রেলা শো’রুমের ম্যানেজার।

হাসপাতালে চিকিৎসাধীন রাজু আহমেদ জানান, পৌর শহরের ন্যাশনাল ব্যাংক থেকে তিন লাখ টাকা নিয়ে তিনি শেরশাহ রোডের দিকে যাচ্ছিলেন। পথে শেরশাহ রোডের ফকিরের বটতলার লঙ্কা মসল্লা মিলের পাশে যাওয়া মাত্র পেছন থেকে কে যেন তার ঘাড়ে হাত দেন। এরপরই তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তার ব্যাগে থাকা তিন লাখ টাকা নিয়ে যাওয়া হয়।

আমব্রেলা শো’রুমে স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম কোহিনুর বলেন, খবর পেয়ে দ্রুত হাসপাতালে যাই। এ টাকা আমাদের প্রতিষ্ঠানের নয়। শুনেছি শেরশাহ রোডের আদুরী (৫৫) নামে এক মহিলার। রাজু এ টাকা আদুরীকে দিতে যাচ্ছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জাগো নিউজকে বলেন, বিষয়টি ভুক্তভোগীর কাছ থেকে শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।