স্ত্রীর প্রথম বিয়ে নিয়ে পরিবারে ঝগড়া, প্রাণ দিলেন যুবক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১৩ জুন ২০২২
বাড়ির উঠানে যুবকের মরদেহ

স্ত্রীর প্রথম বিয়ে নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়ার জেরে গলায় ফাঁস লাগিয়ে প্রাণ দিয়েছেন শেখ মো. শরীফ (২৮) নামের এক যুবক।

সোমবার (১৩ জুন) সকালে তার মরদেহ উদ্ধারের পর বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। শরীফ উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর কাইনমারী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ওয়ার্কশপ পিটার।

এলাকাবাসীর বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মোল্লা কামরুল ইসলাম বলেন, শরীফ রোববার রাতে ওয়ার্কশপের কাজ শেষে বাড়ি ফেরেন। এ সময় স্ত্রীকে নিয়ে মা-বোনদের সঙ্গে তার ঝগড়া হয়। স্ত্রীকে নিয়ে পরিবারে এমন ঝগড়াঝাঁটি প্রায়ই হতো। মূলত শরীফের স্ত্রীর আগে অন্য বিয়ে ছিল। সে সময় তার সঙ্গে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে শরীফের। একপর্যায়ে তারা বিয়ে করেন। আগের বিয়ের খোটা দিয়ে মা-বোনরা প্রায় স্ত্রী ও শরীফের সঙ্গে ঝগড়া করতেন। এর জেরে ঘরে আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন শরীফ।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, যতটুকু শুনেছি পারিবারিক কলহের কারণে শরীফ আত্মহত্যা করেছে। তার মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য সকালেই বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।