সাইবার ট্রাইব্যুনালে সাংবাদিক ফজলে এলাহীর জামিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৪ জুন ২০২২
জামিনের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাংবাদিক ফজলে এলাহী

রাঙ্গামাটির আদালতের পর চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালও সাংবাদিক ফজলে এলাহীর জামিন মঞ্জুর করেছেন।

মঙ্গলবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির তার জামিন আবেদন মঞ্জুর করেন।

ফজলে এলাহীর আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, আমরা সাংবাদিক ফজলে এলাহীর জন্য সাইবার ট্রাইব্যুনাল আদালতে জামিন আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেছেন। আমরা আদালতের সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

জামিনের পর সাংবাদিক ফজলে এলাহী বলেন, বিজ্ঞ আদালতের প্রতি আমি কৃতজ্ঞ। আদালত আমাকে জামিন দিয়েছেন, আমি সন্তুষ্ট।

এর আগে গত মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতার করে রাঙ্গামাটির কোতোয়ালি থানা পুলিশ। এর পরদিন বুধবার (৮ জুন) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে উপস্থিত হওয়ার শর্তসাপেক্ষে সাতদিনের জন্য জামিন মঞ্জুর করেছেন রাঙ্গামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালত। মঙ্গলবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতও তার জামিন মঞ্জুর করেছেন।

চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতে করা এ মামলার বাদী জেলা মহিলা আওয়ামী সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ার। ২০২১ সালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলাটি করা হয়।

ফজলে এলাহী দৈনিক পার্বত্য চট্টগ্রাম, পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক। এছাড়া তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি, দৈনিক কালের কণ্ঠ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দ্য বিজনেস স্ট্যাডার্ড পত্রিকার রাঙ্গামাটি প্রতিনিধি।

এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।