ডজন মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৪:১২ পিএম, ১৪ জুন ২০২২
গ্রেফতার শৈলাস দাস

গাইবান্ধায় হত্যা, ডাকাতি, চুরিসহ এক ডজন মামলার আসামি শ্রী শৈলাস দাসকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

গ্রেফতার শৈলাস গাইবান্ধা সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের দাড়িয়া পাড়ার মৃত রাধা চরণ দাসের ছেলে।

পুলিশ সুপার বলের, দুর্ধর্ষ ডাকাত শৈলাস দাসকে দীর্ঘদিনের চেষ্টায় গ্রেফতার করা সম্ভব হয়েছে। সোমবার (১৩ জুন) সকালে বগুড়ার সোনাতলা উপজেলার পূর্ব সুজায়েতপুর চর থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাইবান্ধা সদরের নিজ বাড়ি থেকে তার ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, শৈলাস দাসের বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতি, চাঁদাবাজিসহ গাইবান্ধার বিভিন্ন থানায় এক ডজন মামলা রয়েছে। সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল। সদর থানায় দুটি মামলায় সে সাজাপ্রাপ্ত আসামি। শৈলাস দাস দীর্ঘদিন ধরে পুলিশের নজর ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।