চালকের আসনের নিচে মিললো ফেনসিডিল, কারাগারে ৩
ফেনীতে কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে ৯৯ বোতল ফেনসিডিল জব্দ করেছেন র্যাবের সদস্যরা। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৪ জুন) বিকেলে মাদক মামলায় তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
তারা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিলরী গ্রামের আবুল কালামের ছেলে মাহফুজ (২০), চাঁপাইনবাবগঞ্জের গোমেস্তাপুর উপজেলার আড্ডা ভাটখোর গ্রামের শাহীনের ছেলে মো. সোহেল রানা (২৪) ও নওগাঁর মান্দা উপজেলার কয়লা বাড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে মো. হাবিবুর রহমান (২৩)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল শাহ আমানত হোটেলের পূর্বপাশে পরিবহনে তল্লাশি চালান র্যাবের সদস্যরা। এ সময় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
ফেনীস্থ র্যাব-৭ এর অধিনায়ক আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, জব্দ মাদকের আনুমানিক মূল্য ৯৯ হাজার টাকা। পরে আটকদের মালামালসহ ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জাগো নিউজকে বলেন, র্যাবের হাতে ফেনসিডিলসহ আটকদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নুর উল্লাহ কায়সার/এসজে/এমএস