পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১৪ জুন ২০২২
ফাইল ছবি

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে শহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সকালে পঞ্চগড় উপজেলা সদরের মাগুড়া আজাদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, সকালে বৃষ্টি শুরু হলে ঘরে টিভি থেকে ডিস ক্যাবলের সংযোগ বিচ্ছিন্ন করতে যান শহিদুল ইসলাম। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

সফিকুল আলম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।