আষাঢ়ের প্রথম দিনে বৃষ্টির জন্য মোংলায় নামাজ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১৫ জুন ২০২২
নামাজে অংশ নেন হাজারো মুসল্লি

জ্যৈষ্ঠ পেরিয়ে আষাঢ়ে পা দিলেও বাগেরহাটের মোংলায় নেই বৃষ্টির দেখা। প্রায় দুমাস ধরে বৃষ্টি না হওয়ায় তাপপ্রবাহে শুকিয়ে গেছে গ্রামীণ জনপদের পুকুর ও ডোবা। দেখা দিয়েছে সুপেয় ও নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহৃত পানির তীব্র সংকট। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। নষ্ট হচ্ছে ফসলও।

অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে মোংলা উপজেলা ইমাম পরিষদের আয়োজনে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বুধবার (১৫ জুন) সকাল ৮টায় মোংলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ নামাজ আদায় করা হয়। আল্লাহর কাছে বৃষ্টির জন্য বিশেষ দোয়া চেয়ে কান্নাকাটি করেন হাজারো মুসল্লি।

আষাঢ়ের প্রথম দিনে বৃষ্টির জন্য মোংলায় নামাজ

নামাজ ও মোনাজাত পরিচালনা করেন মোংলা ইমাম পরিষদের সভাপতি, বিএলএস জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মো. রেজাউল করিম।

নামাজে অংশগ্রহণকারীরা জানান, অনাবৃষ্টিতে সম্ভব হচ্ছে না ফসল উৎপাদন। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এ নামাজ আদায় করা হয়।

আষাঢ়ের প্রথম দিনে বৃষ্টির জন্য মোংলায় নামাজ

এ সময় উপস্থিত ছিলেন- মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান, মোংলা উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আ. রহমান, মোংলা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তৈয়বুর রহমান, আলিয়া মাদরাসা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা রুহুল আমিন প্রমুখ।

এ বিষয়ে মাওলানা রেজাউল করিম বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি না হওয়ায় তাপপ্রবাহে দেশের মানুষের বিপদ-আপদ ও দুঃখ-কষ্ট হতে থাকলে, প্রয়োজন পূরণের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা সুন্নত। একেই আরবিতে বলা হয় ইসতিসকা অর্থাৎ পানি প্রার্থনা করা।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।