কান ধরে ওঠবস করানোয় কাস্টমস কর্মকর্তাকে হেনস্তা
ফরিদপুরের বোয়ালমারীতে দায়িত্ব পালন করার সময় জেলা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মুসা মো. হাসানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে উপজেলার বাইখীর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও জিডি সূত্রে জানা যায়, কাস্টমস কর্মকর্তা মুসা মো. হাসান পাঁচজন স্টাফ নিয়ে একটি মাইক্রোবাসযোগে বোয়ালমারীতে ইটভাটা পরিদর্শনে আসেন।
পথে বাইখীর চৌরাস্তা এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে একটি পণ্যবোঝাই কাভার্ডভ্যানসহ কয়েকটি গাড়ির গতিরোধ করে তাদের ভ্যাট-সংক্রান্ত কাগজপত্র দেখতে চান। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় একজনকে ১০ হাজার টাকা জরিমানা এবং কয়েকজনকে কান ধরে ওঠবস করান কাস্টমস কর্মকর্তা মুসা মো. হাসান।
এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ ও সন্দেহের সৃষ্টি হলে তারা কাস্টমস কর্মকর্তাদের প্রথমে ঘেরাও করে প্রতিবাদ জানান। পরে ভুয়া-প্রতারক আখ্যা দিয়ে একটি ঘরে অবরুদ্ধ করে রাখেন। এ সময় উপস্থিত অনেকেই তাদের সঙ্গে অশোভন ও মারমুখো আচরণ করেন। এক পর্যায়ে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাস্টমস কর্মকর্তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে খোঁজখবর নিয়ে তাদের পরিচয় সঠিক বলে নিশ্চিত করে পুলিশ।
হেনস্থার শিকার কাস্টমস কর্মকর্তা মুসা মো. হাসান জাগো নিউজকে বলেন, এলাকার লোকজন উদ্দেশ্যমূলকভাবেই আমাদের ওপর চড়াও হয়েছে। আমরা আমাদের পরিচয় দিয়ে আইডি কার্ড দেখালেও তারা সেটাকে জাল-নকল বলে আমাদের অপদস্ত করেছে। ভ্যাট ফাঁকি রোধে মাঠ পর্যায়ে এ ধরনে অভিযান পরিচালনা করছিলেন বলে জানান এ সরকারি কর্মকর্তা।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব জাগো নিউজকে বলেন, ‘ভুয়া কাস্টমস কর্মকর্তা আটক হয়েছেন মর্মে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আসলে তারা ভুয়া নন আসল। তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা খুবই দুঃখজনক। উনারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এন কে বি নয়ন/এসআর/জেআইএম