কৃষক সেজে মাদক পাচারের সময় ধরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বেনাপোল
প্রকাশিত: ০৬:০৬ এএম, ১৭ জুন ২০২২

যশোরের বেনাপোলে কৃষক সেজে ভারত থেকে মাদক আনার সময় একজনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার বিকেলে বেনাপোলের ঘিবা সীমান্তের মাঠ থেকে তাকে আটক করা হয়।

আটকের নাম জাহাঙ্গীর হোসেন (৪৫)। তিনি ঘিবা গ্রামের আরশাদ আলির ছেলে। তার কাছ থেকে ৫৪০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এছাড়া তার কাছে থাকা একটি গরুও উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, ভারত থেকে হেরোইন আনা হবে এমন সংবাদে ঘিবা বিজিবি ক্যাম্পের সুবেদার মো. মানিরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল কৃষকের ছদ্মবেশে থাকা জাহাঙ্গীরের গতিবিধির ওপর নজরদার রাখে।

এই বিজিবি কর্মকর্তা আরও বলেন, ওই সময় জাহাঙ্গীর ভারতীয় একজন ছদ্মবেশী কৃষকের কাছ থেকে হেরোইনের চালানটি গ্রহণ করেন। পরে তাকে আটক করে দেহ তল্লাশি করে ৫৪০ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার বাজার মূল্য ৫৪ লাখ টাকা।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

জামাল হোসেন/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।