প্রবল বর্ষণে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ১৭ জুন ২০২২

টানা কয়েক ঘণ্টার বর্ষণে হবিগঞ্জ জেলা শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের বেশিরভাগ বাড়িতেই পানি ঢুকে পড়েছে। এমনকী পানি ঢুকেছে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবনেও। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী।

jagonews24

শুক্রবার (১৭ জুন) ভোর থেকে হবিগঞ্জে প্রবল বর্ষণ শুরু হয়। টানা ১০ ঘণ্টাব্যাপী বর্ষণ চলতে থাকে। প্রবল বর্ষণে জেলা শহরের সবচেয়ে উঁচু স্থান বাণিজ্যিক এলাকা, পুরানমুন্সেফী, বদিউজ্জামান খান সড়ক, সার্কিট হাউজ সড়ক, পানি উন্নয়ন বোর্ডের সামনের রাস্তা, উত্তর, দক্ষিণ ও পূর্ব শ্যামলী, কালিবাড়ি ক্রস রোড, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবন, শায়েস্তানগর, মোহনপুরসহ প্রায় সবগুলো এলাকাই জলাবদ্ধতা দেখা দিয়েছে।

জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, সকাল থেকেই বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা চলছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।