বাবার আত্মহত্যার খবর শুনে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন ছেলে
যশোরে বাবার আত্মহত্যার খবর পেয়ে ছেলেও ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ দিয়েছেন। শুক্রবার (১৭ জুন) বিকেলে যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
তারা হলেন সুলতানপুর গ্রামের সিরাজুল ইসলাম (৬০) ও তার ছেলে সোহেল হোসেন (২৮)।
স্থানীয়রা জানান, পারিবারিক কারণে সকালে বাবা সিরাজুল ও ছেলে সোহেলের মধ্যে মনোমালিন্য হয়। এর জের ধরে দুপুরে সিরাজুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ খবর শুনে বিকেল ৪টার দিকে রাজারহাট-মণিরামপুর সড়কের সতীঘাটা রেললাইনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ছেলে সোহেলও আত্মহত্যা করেন। পরে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
যশোরের চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, সিরাজুল ইসলামের একমাত্র ছেলে সোহেল। আর তিনটি মেয়ের মধ্যে দুজনের বিয়ে হয়েছে। পারিবারিক কলহের কারণে দুপুরে বাড়ির পাশে মাঠের মধ্যে মেহগুনি গাছে গলায় ফাঁস দিয়ে সিরাজুল আত্মহত্যা করেন। এ খবর শুনে ছেলে সতীঘাটায় ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেন।
যশোর জিআরপি পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম বলেন, যশোর-মণিরামপুর সড়কের সতীঘাটায় ট্রেনে কাটা পড়ে সোহেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বাবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শুনে ছেলেও আত্মহত্যা করেছেন বলে খবর পেয়েছি।
মিলন রহমান/এসআর/জিকেএস