আড়াই মাস পর মোংলায় স্বস্তির বৃষ্টি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ১৭ জুন ২০২২

অবশেষে বাগেরহাটের মোংলায় স্বস্তির বৃষ্টি নেমেছে। টানা আড়াই মাস ধরে চলে আসা প্রচণ্ড দাবদাহের মধ্যে শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় নামে এ বৃষ্টি। এতে স্বস্তি দেখা গেছে সাধারণ মানুষের মাঝে।

বৃষ্টিতে দাবদাহের অস্বস্তি দূর হয়ে মানুষের দেহমনে কিছুটা হলেও প্রশান্তি এসেছে। সেইসঙ্গে বৃষ্টির পানি সংগ্রহ করে রাখতে দেখা গেছে সুপেয় পানির সংকটে থাকা মানুষজনকে।

jagonews24

সম্প্রতি আশপাশের উপজেলা, জেলা ও বিভাগীয় শহর-গ্রামে বৃষ্টিপাত হলেও দীর্ঘ কয়েকমাস ধরে বৃষ্টি নেই মোংলায়। এ কারণে পৌরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। বৃষ্টির জন্য গত সপ্তাহে দুই দফায় ইসতিসকা নামাজ পড়েন পৌরসভার বাসিন্দা ও মুসল্লিরা।

স্থানীয়রা জানান, রমজানের পর আর বৃষ্টি হয়নি। টানা কয়েকমাস বৃষ্টি না হওয়ায় তারা পানীয় জলের সংকটে ছিলেন। প্রচণ্ড দাবদাহে পৌরসভার পানি সংরক্ষণের পুকুর দুটি শুকিয়ে যাওয়ায় খাবার পানির তীব্র সংকট দেখা দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েন পৌরসভার প্রায় দুই লাখ বাসিন্দা।

jagonews24

পৌর শহরের সিঙ্গাপুর মার্কেটের গ্যাস ব্যবসায়ী মো. হোসেন ও তেল ব্যবসায়ী সফিকুল ইসলাম জানান, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও কয়েকমাস ধরে মোংলায় হয়নি। লবণ-অধ্যুষিত এ এলাকায় খাবার পানির উৎস বলতে শুধু বৃষ্টির পানি। এখানে টিউবওয়েলে মিষ্টি পানি পাওয়া যায় না। বৃষ্টি না হওয়ায় পানির জন্য ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

চা দোকানি মো. ইউনুস বলেন, ‘প্রতিদিন খাবার পানি কিনে খাওয়ারও সাধ্য আমাদের নেই। আজ বৃষ্টি শুরু হওয়ায় অবস্থার মুক্তি মিলেছে কিছুটা। তাই আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি।’

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।