পদ্মায় দুই ফেরির সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি
পদ্মা নদীর শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে চলন্ত দুই ফেরির সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। বিআইডব্লিটিসি শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (মেরিন) এ কে এম শাহজাহানকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মান্নান, মাওয়ার সহ-মহাব্যবস্থাপক (মেরিন) আহম্মদ আলী এবং বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন।
রোববার (১৯ জুন) তদন্ত কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে বিআইডব্লিউটিসি। দুর্ঘটনার কারণ নির্ণয়, দুর্ঘটনার দায়-দায়িত্ব নির্ধারণ, আর্থিক ক্ষতি নিরূপণ করে দায়ীদের চিহ্নিত করে কমিটিকে তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
রোববার (১৯ জুন) ভোর সাড়ে ৩টার দিকে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে শরীয়তপুরের জাজিরা প্রান্তের টার্নিং পয়েন্টে ফেরি বেগম রোকেয়া ও সুফিয়া কামালের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ফেরি সুফিয়া কামাল ৩০টি যানবাহন নিয়ে শরীয়তপুরের মাঝিকান্দি থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসছিলো, একই নৌপথে ৩৪টি যানবাহন ও অর্ধশতাধিক যাত্রী নিয়ে মাঝিকান্দি অভিমুখে যাচ্ছিলো ফেরি বেগম রোকেয়া। দুটি ফেরি পদ্মা নদীর টার্নিং পয়েন্ট জাজিরা প্রান্তে পৌঁছালে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ফেরি সুফিয়া কামাল ফেরিতে থাকা গাড়িতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান খোকন শিকদার (৪০) নামের এক গাড়িচালক। আহত হন অন্তত ১০ জন। এ ঘটনায় শামীম মোল্লা নামের অপর আরেকজন নিখোঁজ রয়েছেন।
আরাফাত রায়হান সাকিব/এফএ/জেআইএম