পদ্মায় তীব্র স্রোত, মঙ্গলমাঝি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১০:৫৩ পিএম, ১৯ জুন ২০২২
ফাইল ছবি

শরীয়তপুরের সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাট ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে রোববার রাতে ওই নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

রোববার (১৯ জুন) রাত ১০টার দিকে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পদ্মায় তীব্র স্রোতের কারণে শরীয়তপুরের সাত্তার মাদবর মঙ্গলমাঝি-মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। স্রোত কমলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

এরআগে ভোরে তীব্র স্রোতের কারণে পদ্মা নদীর শিমুলিয়া-সাত্তার মাদবর মঙ্গলমাঝি ঘাট নৌরুটে দুই চলন্ত ফেরির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন নিখোঁজ হন। এতে আহত হন অন্তত ১০ জন। শরীয়তপুরের জাজিরা প্রান্তে টার্নিং পয়েন্টে বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামাল ফেরির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

এদিকে, সিলেট ও উত্তরাঞ্চলসহ দেশের কয়েকটি জেলা বন্যা কবলিত। গত ২৪ ঘণ্টায় শরীয়তপুরের নড়িয়া সুরেশ্বর পদ্মা নদী পয়েন্টে বিপদসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এরফলে জেলার কীর্তিনাশা, জয়ন্তী, আড়িয়ালখাঁ নদের পানি বৃদ্ধি পেয়েছে। জেলার নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার (পানি পরিমাপক) শিল্পী বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. ছগির হোসেন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।