ইবির প্রকৌশলীর বাসা থেকে গৃহপরিচারিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৯:১০ এএম, ২০ জুন ২০২২
বাসার দরজা ভেঙে কিশোরী গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করে পুলিশ

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সি শহিদ উদ্দিন মো. তারেকের বাসা থেকে রুবিয়া (১৪) নামের এক গৃহপরিচারিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কাটাইখানা মোড়স্থ আব্দুল জব্বার সড়কের ওই বাসা গেস্ট রুমের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, এক মাস ধরে প্রকৌশলী মুন্সি শহিদ উদ্দিন মো, তারেকের বাসায় গৃহপরিচারিকার কাজ করে আসছিল রুবিয়া। সে পাশের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ভাতশালা গ্রামের মো. নবীর মেয়ে।

ইবির প্রকৌশলীর বাসা থেকে গৃহপরিচারিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

এ বিষয়ে প্রকৌশলী মুন্সি শহিদ উদ্দিন মো. তারেক জানান, বিকেল থেকে ওই গৃহকর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। না পেয়ে বাড়ির অন্য সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে নিচ তলার গেস্ট রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে রুবিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, ঘটনার সময় তিনি অফিসে ছিলেন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, ওই কিশোরীর মানসিক সমস্যা ছিল। সে কারো সঙ্গে তেমন কথাবার্তা বলত না। মানসিক সমস্যা থেকেই মেয়েটি আত্মহত্যা করেছে বলেন তিনি।

আল-মামুন সাগর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।