খোয়াই নদীর পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে নতুন এলাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১১:০৩ এএম, ২০ জুন ২০২২
বাঁধ উপচে পানি হাওরে প্রবেশ করায় নতুন এলাকা প্লাবিত

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জে খোয়াই নদীতে পানি বাড়ছে। ইতোমধ্যে বাল্লা সীমান্তে বিপৎসীমা অতিক্রম করেছে। বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নবীগঞ্জ ও আজমিরীগঞ্জের পর এবার লাখাই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (অ.দা.) মিনহাজ আহমেদ শোভন জানান, কুশিয়ারার পানি অব্যাহতভাবে বাড়ছে। বাঁধ উপচে পানি হাওরে প্রবেশ করায় নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। দিঘলবাগ, ইনাতগঞ্জ, বড় ভাকৈর, আউশকান্দি ইউনিয়নের গ্রামগুলো প্লাবিত হচ্ছে। এদিকে সোমবার সকাল থেকে খোয়াই নদীতে পানি বাড়ছে। সকাল ৯টায় বাল্লা সীমান্তে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

jagonews24

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, নবীগঞ্জ, লাখাই, আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। কয়েক হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। রোববার দুর্গত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ইশরাত জাহানসহ প্রশাসনের কর্মকর্তারা।

জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধির ফলে নবীগঞ্জ ও আজমিরীগঞ্জের পাশাপাশি এখন লাখাই ও বানিয়াচং উপজেলার বিভিন্ন গ্রাম প্লাবিত হচ্ছে। বন্যা কবলিত মানুষের আশ্রয়ের জন্য নবীগঞ্জে ১৩টি, লাখাইয়ে ১৫টি এবং আজমিরীগঞ্জে ২১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।