পঞ্চগড়ে আড়াই হাজার বোতল মাদক ধ্বংস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ২০ জুন ২০২২

পঞ্চগড়ে গত আট বছরে জব্দ বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২০ জুন) দুপুরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন চত্বরে রোলারের সাহায্যে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এসময় বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মো. সোহরাব হোসেন, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুল হক, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জয়শ্রী রাণী রায়, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তুষার কুমার ব্যানার্জীসহ বিজিবি ও পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

Panchagarh-2.jpg

বিজিবি সূত্র জানায়, ভারতীয় সীমান্তঘেঁষা পঞ্চগড় জেলার বিভিন্ন সীমান্তে ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২২ সালের ৩১ মে পর্যন্ত চোরাচালান হয়ে আসা এসব মাদকদ্রব্য আটক করে বিজিবি। এর মধ্যে এক হাজার ৬০৪ বোতল ভারতীয় ফেনসিডিল, এক হাজার ১৭ বোতল বিদেশি মদ, ৯০০টি বিভিন্ন নেশাজাতীয় ওষুধ, ৯৯৫টি নেশাজাতীয় ইনজেকশন রয়েছে।

বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মো. সোহরাব হোসেন বলেন, সীমান্তে চোরাচালান রোধে ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবি নিরলস কাজ করছে। পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়িত্ব হিসেবে বিজিবি এসব কাজ করে থাকে। তারই অংশ হিসেবে এখানে জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস করা হলো।

সফিকুল আলম/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।