অ্যান্ড্রয়েড ফোন কিনে না দেওয়ায় গলায় ফাঁস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:০০ পিএম, ২০ জুন ২০২২
ফাইল ছবি

বগুড়ার শেরপুরে অ্যান্ড্রয়েড ফোন কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক এইচএসসি পরীক্ষার্থী (১৮)।

সোমবার (২০ জুন) দুপুরে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের নাকুয়া গ্রামে বসতবাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওই কিশোরের নাম সোহেল রানা। সে ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় চান্দাইকোনা হাজী মরিয়ম অনার্স কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও কিশোরের পরিবার সূত্র জানায়, পরীক্ষার আগেই একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়ার জন্য বাবা-মায়ের কাছে বায়না ধরেন সোহেল রানা। কিন্তু বাবা পরীক্ষার পর ফোন কিনে দিতে চান। এতে অভিমান করে শয়নকক্ষে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করেন সোহেল।

সোহেলের মা আম্বিয়া বেগম জানান, সকালের দিকে গরুকে ঘাস খাওয়ানোর জন্য তিনি মাঠে নিয়ে যান। এ সময় সোহেল রানা বাড়িতে একাই ছিলেন। তিনি দুপুরের দিকে বাড়ি এসে তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়াশব্দ পাননি। ঘরের দরজাও বন্ধ দেখতে পান।

একপর্যায়ে জানালা খুলে ঘরের মধ্যে সোহেলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।