শিমুলিয়া-মঙ্গলমাঝি নৌরুটে ফের বন্ধ ফেরি চলাচল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ২০ জুন ২০২২
নদীর দুপাড়েই নোঙর করা হচ্ছে ফেরি

পদ্মা নদীতে তীব্র স্রোত দেখা দেওয়ায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-মঙ্গলমাঝি নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণ করেছে অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

সোমবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল।

তিনি বলেন, ‘নৌরুটে দিনভর পাঁচটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছিল। তবে সন্ধ্যার পর নদীতে তীব্র স্রোত দেখা দেওয়ায় নৌযান ও যাত্রী নিরাপত্তায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নৌরুটে থাকা ফেরিগুলো দুপাড়ের ঘাটে নোঙর করা হচ্ছে।’

বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা আরও বলেন, ‘স্রোত কমে এলে পুনরায় ফেরি সচল হবে। পারাপারের অপেক্ষায় যানবাহনের তেমন উপস্থিতি নেই।’

আরাফাত রায়হান সাকিব/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।