যুবলীগ নেতাকে পিটিয়ে কারাগারে ইউপি সদস্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:২৮ এএম, ২২ জুন ২০২২
মারধরের শিকার যুবলীগ নেতা মনির হোসেন ও অভিযুক্ত নেতা ওমর ফারুক

ফেনীর সোনাগাজীতে মনির হোসেন (৩০) নামের এক যুবলীগ নেতাকে পিটিয়ে জখমের অভিযোগে স্থানীয় ইউপি সদস্য ওমর ফারুক ভূঞাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুন) রাতে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ফারুক উপজেলার চরমজলিশপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ও উত্তর মজলিশপুর এলাকার বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকও।

পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার কুঠির হাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চরমজলিশপুর ইউনিয়ন যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনির হোসেনকে পিটিয়ে জখম করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ওমর ফারুক ভূঞা।

এ ঘটনায় মঙ্গলবার সোনাগাজী মডেল থানায় বাদী হয়ে ওমর ফারুকসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন মনির হোসেন। পুলিশ এজহার আমলে নিয়ে মঙ্গলবার বিকেলে ইউপি সদস্য ফারুককে গ্রেফতার করে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ হোসেন দাইয়ান জাগো নিউজকে বলেন, কুঠিরহাটে হামলার ঘটনায় আহত মনির হোসেন বাদী হয়ে মামলা করেন। পুলিশ এজহারভুক্ত আসামি ফারুক হোসেনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

চরমজলিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার খায়ের জাগো নিউজকে বলেন, ইউপি সদস্য ওমর ফারুক ভূঞা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং আহত মনির হোসেন একই কমিটির স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। উভয়ের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা বিব্রত অবস্থায় রয়েছি।

নুর উল্লাহ কায়সার/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।