কোবরা দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা, জব্দের পর সুন্দরবনে অবমুক্ত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৯:৩১ এএম, ২২ জুন ২০২২
জব্দ হওয়া সাপ করমজলে অবমুক্ত করেন বন কর্মকর্তা

বাগেরহাটের মোংলায় ঘরে ঢুকে ছিনতাইয়ের সময় জব্দ হওয়া কোবরা সাপ সুন্দরবনে অবমুক্ত করেছে বনবিভাগ। মঙ্গলবার (২১ জুন) রাতে সুন্দরবনের করমজলের খালপাড়ে সাপটি অবমুক্ত করা হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার বিকেলে সোহেল গারুলী (৩৫), জাকির গারুলী (৪০) ও নজরুল নামের তিন ব্যক্তি কোবরা সাপটি নিয়ে মোংলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া গ্রামের আলতাফের বাড়ি যান। তারা পানির পান করার কথা বলে দারা ওই বাড়িতে অবস্থান নেন। এরপর তাদের কাছে থাকা সাপ বের করে বাড়ির গৃহিণীকে ভয়ভীতি দেখিয়ে ঘরে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার যা আছে তা দিয়ে দিতে বলেন। কিন্তু গৃহিণী না দিতে চাইলে তারা সাপটি তার গলায় পেঁচিয়ে দেন।

mo-(2).jpg

বন কর্মকর্তা আরও বলেন, এ সময় ওই গৃহিণীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ সাপসহ ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। মামলার পর মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠায় পুলিশ। আর আদালত সাপটিকে সুন্দরবনে অবমুক্তের জন্য বনবিভাগের কাছে হস্তান্তরের জন্য পুলিশকে আদেশ দেন। সেই আদেশ মোতাবেক পুলিশ মঙ্গলবার রাতে সাপটি বনবিভাগের কাছে হস্তান্তর করে।

বন কর্মকর্তা আজাদ কবির বলেন, সাপটির নাম খৈয়া কোবরা। এটি লম্বায় চার ফুট আর বয়স প্রায় দুই বছর। সাপটি থানা থেকে এনে করমজল খালের পাশে বনে ছেড়ে দেওয়া হয়েছে।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।