চলন্ত বাসে এসি বিস্ফোরণে আগুন, প্রাণে বাঁচলেন ২০ যাত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২২ জুন ২০২২
এসি বিস্ফোরণে বগুড়ায় একটি চলন্ত বাসে আগুন ধরে যায়

বগুড়ায় এসির শর্টসার্কিট থেকে চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাটি। মঙ্গলবার (২১ জুন) রাত সাড়ে ১২টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই সময় নাবিল পরিবহনের বাসটিতে থাকা ২০ জন যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, নাবিল পরিবহনের একটি এসি স্ক্যানিয়া বাস মঙ্গলবার রাতে দিনাজপুর থেকে ঢাকা যাচ্ছিল। বগুড়ার মোকামতলা বন্দর এলাকায় পৌঁছালে বাসটির এসিতে শর্টসার্কিট হয়ে আগুন লেগে যায়। এসময় যাত্রীরা প্রাণে বাঁচতে বাসের জানালার গ্লাস ভেঙে বের হন। ওই সময় বাসটিতে ২০ জন যাত্রী ছিলেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

jagonews24

আগুনে ভস্মীভূত হওয়া বাসটিতে থাকা জামিরুল ইসলাম নামে এক যাত্রী বলেন, দিনাজপুর থেকে নাবিল পরিবহনের স্ক্যানিয়া ওই বাসটি ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। মোকামতলায় পৌঁছানোর পরপরই বাসে থাকা একটি এসির বিস্ফোরণ ঘটে। এতে বাসে আগুন ধরে যায়। আমরা যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত থেকে নেমে পড়ি। কেউ কেউ বাসের জানালা ভেঙে বের হয়ে আসেন।

তিনি আরও বলেন, বাসটি ছাড়ার পর থেকেই এসিতে সমস্যা দেখা দিয়েছিল।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, রাত সাড়ে ১২টার দিকে হটাৎ মোকামতলা বন্দর এলাকায় জ্বলন্ত বাসটি থামে। এসময় আমরা কয়েকজন ছুটে এসে দেখি যাত্রীরা কেউ দরজা দিয়ে, কেউবা প্রাণে বাঁচতে জানালা ভেঙে বের হচ্ছেন।

মোকামতলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনোয়ারুল ইসলাম বলেন, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।