বেনাপোলে দুর্বৃত্তদের হামলায় আহত যুবকের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল
প্রকাশিত: ০৫:১০ পিএম, ২২ জুন ২০২২
ফাইল ছবি

যশোরের বেনাপোলে দুর্বৃত্তদের হামলায় আহত রাজু আহমেদ (২৮) নামের আরও এক যুবক মারা গেছেন। বুধবার (২২ জুন) দুপুরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজু আহমেদ যশোরের বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রামের আদম আলীর ছেলে। তিনি একজন মাদক ব্যবসায়ী। তার নামে ৪-৫টি মামলা রয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে পোর্ট থানার বালুন্ডা বাজারে বোমা মেরে ও কুপিয়ে ইউপি সদস্য (মেম্বার) আশানুজ্জামান বাবলুকে হত্যা  করে দুর্বৃত্তরা। আশানুজ্জামান বাবলু শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের রমজান মোল্লার ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল ভূঁইয়া বলেন, রাজু আহমেদ নামের আহত একজন যশোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কে বা কারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেটা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, বাবলু ও রাজু সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। বাবলুর বিরুদ্ধে থানায় ১২টি ও রাজুর বিরুদ্ধে ৪-৫টি মামলা রয়েছে।

সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে। এখনো হত্যায় জড়িত কাউকে আটক করা যায়নি।

মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।