ধুনটে নির্মাণাধীন সেতুর শার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ২২ জুন ২০২২

বগুড়ার ধুনট উপজেলায় নির্মাণাধীন সেতুর ঢালাই কাজের শার্টার ভেঙে নুতু প্রামাণিক (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুন) বেলা ১১টার দিকে ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের সামনের নির্মাণাধীন সেতুতে এই ঘটনা ঘটে। এতে আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন।

নিহত নুতু প্রামাণিক কাজিপুর উপজেলার হরিনাথপুর গ্রামের মৃত খলিল প্রামাণিকের ছেলে।

আহত শ্রমিকেরা হলেন- যশোরের শার্শা থানার চান্দুলিয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে মকবুল হোসেন (২৪) ও কাজীপুরের হরিনাথপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে কোব্বাত আলী (৫৫)।

স্থানীয়রা জানান, সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধানে বগুড়ার একটি ঠিকাদার প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করছে। বুধবার বেলা ১১টার দিকে সেতুটি ঢালাইয়ের জন্য বাঁশ ও কাঠের শার্টার তৈরি করে ওপরে উঠে তিন শ্রমিক কাজ করছিলেন। এসময় কাঠের তৈরি শার্টারটি ভেঙে নিচে পড়ে ঘটনাস্থলেই শ্রমিক নুতু প্রামাণিকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরও দুই শ্রমিককে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত শ্রমিকের মরদেহ তাদের স্বজনেরা নিয়ে গেছেন।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।