মেয়ের শ্বশুরবাড়ির অতিথিদের জন্য বাজার করতে গিয়ে প্রাণ গেলো বাবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৯:২২ এএম, ২৪ জুন ২০২২
অ্যাম্বুলেন্সে নিহতের মরদেহ

মেয়ের শ্বশুরবাড়ির নতুন অতিথির জন্য বাজার করতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় মো. মাকসুদ (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে ভোলার লালমোহন উপজেলার মঙ্গলসিকদার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাকসুদ উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের পূর্ব চরকালাচাঁদ গ্রামের মোস্তাক মাওলানা বাড়ির মো. তাজল ইসলামের ছেলে।

নিহতের স্ত্রী আমেনা বেগম জানান, তাদের দুই মেয়ে ও এক ছেলে। প্রায় এক মাস আগে তাদের বড় মেয়ের বিয়ে দেন। শুক্রবার দুপুরে মেয়ের শ্বশুরবাড়ি থেকে বেয়াই-বেহান আসার কথা ছিল। এ জন্য তার স্বামী বাজার করতে বাড়ি থেকে রাতে অটোরিকশাযোগে লালমোহনের উদ্দেশ্যে রওনা হন। পথে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান অটোরিকশাটিকে চাপায় দেয়। তার স্বামী ঘটনাস্থলেই মারা যান।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জাগো নিউজকে বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানচালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জুয়েল সাহা বিকাশ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।