বিদ্যুতের তারে প্রাণ গেলো কৃষকের

ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুন) বেলা ১১টার দিকে নাচোল ইউনিয়নের আমজোয়ান গুচ্ছগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আশরাফুল ইসলাম উপজেলার আমজোয়ান গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গুচ্ছগ্রাম এলাকায় ধানের ক্ষেতে কাজ করে খাবার খেতে বাড়ি যাচ্ছিলেন আশরাফুল। এ সময় ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সোহান মাহমুদ/এসআর/জিকেএস