মারা গেছেন ৬ বারের ইউপি চেয়ারম্যান হোসেন আলী
টাঙ্গাইলের গোপালপুরে বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও নগদা শিমলা ইউনিয়নের ষষ্ঠবারের নির্বাচিত চেয়ারম্যান এম হোসেন আলী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
শনিবার (২৫ জুন) দিনগত রাত ২টা ১০ মিনিটে রাজধানীর ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বার্ধক্যজনিতসহ নানা জটিল রোগে ভুগছিলেন।
রোববার (২৬ জুন) দুপুরে বড় মেয়ে স্কুলশিক্ষিকা কামনা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাদ জোহর পৌর শহরের সূতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম ও বাদ আছর বনমালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক স্কুলশিক্ষক এম হোসেন আলী জেলা আওয়ামী লীগের সদস্য, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বর্তমান নগদা শিমলা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
আরিফ উর রহমান টগর/এসআর/জিকেএস