বজ্রপাতে নিহত ১৪ পরিবার পেল ৫ লাখ টাকা করে অর্থ সহায়তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ৩০ জুন ২০২২

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর ঘাটে বজ্রপাতে নিহত ১৪ পরিবারকে পাঁচ লাখ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কালিনগর উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে নিহত ব্যক্তিদের পরিবারের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আবদুল ওদুদ।

ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

বজ্রপাতে নিহত ১৪ পরিবার পেল ৫ লাখ টাকা করে অর্থ সহায়তা

তিনি বলেন, নিহত ব্যক্তিদের পরিবারে যাতে আর্থিকভাবে স্বচ্ছতা ফিরে আসে, সেজন্য প্রধানমন্ত্রী এ উদ্যোগ নিয়েছেন।

এ সময় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত বছরের ৪ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলিখাড়ি এলাকায় বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে বরের বাবা, দুলাভাই, ফুপু, ফুপাসহ ১৭ জনের মৃত্যু হয়। এতে শোকের ছায়া নেমে আসে এলাকাজুড়ে।

সোহান মাহমুদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।